ঢাকা | অক্টোবর ১০, ২০২৫ - ১:৫৬ পূর্বাহ্ন

মোহনপুর টিটিসির দক্ষতা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট: Thursday, October 9, 2025 - 10:01 pm

মোহনপুর প্রতিনিধি: প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনগ্রসর জনগোষ্ঠীর সাথে দক্ষতা উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ঝালপুকুরিয়া গ্রামে এ সভা আয়োজন করে মোহনপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন।

এছাড়াও বক্তব্য দেন ইলেকট্রিক্যাল প্রশিক্ষক সাইফুদ্দীন, ড্রাইভিং প্রশিক্ষক ইমাম হুসাইন এবং ম্যাশন প্রশিক্ষক শহীদুল ইসলাম, উত্তর অঞ্চলের জনপ্রিয় দৈনিক সোনালী সংবাদ-এর বিশেষ প্রতিনিধি আনছার তালুকদার স্বাধীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রশিক্ষণার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ ব্যাচ চালুর উদ্যোগ নিয়েছে মোহনপুর টিটিসি।

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা অর্জনের বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে নিজের অবস্থান পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানে ঝালপুকুরিয়া গ্রামের প্রায় একশত আদিবাসী প্রশিক্ষণার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।