বিএনপির ঝালুকা ইউপির নতুন কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিএনপি’র ঝালুকা ইউনিয়নের নবগঠিত কমিটির সংবর্ধনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ৫টায় আমগাছি স্কুল মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জালাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি দুর্গাপুর থানা। সাবেক যুবনেতা মাহতাব হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হাতেম আলী মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক, দুর্গাপুর উপজেলা, বিএনপি, নবগঠিত কমিটির সভাপতি, ইন্তাজ আলী ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর রহমান, সভাপতি কৃষক দল, মোহাম্মদ আলী হোসেন সহ-সাধারণ সম্পাদক ভালুকা ইউনিয়, জনাব আলী, মোহাম্মদ বেলাল হোসেন, আব্দুল মান্নান মজিবর রহমান মোহাম্মদ বকুল, রাকিবুল ইসলাম, আলতাব হোসেন, সাবেক যুবনেতা জুনাফ আলীসহ আরো উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।