বাগমারায় গণসংযোগকালে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

বাগমারা প্রতিনিধি: বাগমারায় জামায়াতের মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। নিহত ওই জামায়াত কর্মীর নাম মামুনুর রশিদ মামুন। তার বাড়ি বাসুপাড়া ইউনিয়নের হলুদঘর গ্রামে।
তিনি হলুদঘর গ্রামের একটি মসজিদের মোয়াজ্জেম ছিলেন। গত বুধবার বিকালে রাজশাহী-৪ বাগমারা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদারের পক্ষে প্রায় শতাধিক মোটর সাইকেলের একটি বহর নিয়ে উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভার কর্মসূচি ছিল।
জামায়াত কর্মী মামুনুর রশিদ মামুন মোটর সাইকেলযোগে ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দ্বীপপুর ইউনিয়নের নানসর বাজার সংলগ্ন মোড়ে ধান বোঝাই ইঞ্জিন চালিত একটি ভ্যানের ধাক্কায় তিনিসহ আরও দুইজন জামায়াত কর্মী মোটর সাইকেল থেকে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জামায়াত কর্মী মামুনুর রাশিদ মামুন মারা যান। এদিকে জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগ কালে কর্মীর অকাল মৃত্যুতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে একটি বিবৃতি দেয়া হয়েছে।