ঢাকা | অক্টোবর ১০, ২০২৫ - ১:৫৬ পূর্বাহ্ন

পুঠিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আসামি পলাতক

  • আপডেট: Thursday, October 9, 2025 - 10:52 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাব আলীর ছেলে জুয়েল (৩৫)। ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা (আবাসন) এলাকায়। ভুক্তভোগী নারী স্মৃতি রাণী দাস (২৮) ওই এলাকার ভ্যানচালক শ্রী সুজন দাসের স্ত্রী। থানার তথ্য অনুযায়ী, ঘটনার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন সুজন দাস।

তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান, তাঁর স্ত্রীকে ঘরের খাটে জোরপূর্বক ধর্ষণ করছেন প্রতিবেশী জুয়েল। এ সময় হঠাৎ উপস্থিতি টের পেয়ে জুয়েল উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যান। পরে সুজন দাস স্থানীয়দের বিষয়টি জানালে কিছু লোক বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগী ও তাঁর স্বামী আপস করতে রাজি হননি।

পরদিন (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে স্মৃতি রাণী দাস পুঠিয়া থানায় উপস্থিত হয়ে জুয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।