পবায় সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে সমবায় সমিতি আইন ও বিধিমালা এবং ডিজিটাল ভূমি জরিপ সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারকরণ ও সমবায়ীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ভ্রাম্যমাণ প্রশিক্ষণে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। প্রশিক্ষণে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রবিউল ইসলাম, প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নাসির উদ্দীন, সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক বিউটি রানী সাহা ও মামুন-উর-রশীদ।