ঢাকা | অক্টোবর ১০, ২০২৫ - ৮:১৭ অপরাহ্ন

শিবগঞ্জে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট: Thursday, October 9, 2025 - 9:55 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচবিবি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ছত্রাজিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেঁড়ি বাঁধ সংলগ্ন সানাউল্লাহ চিমঠার বাড়ি হতে বজলুর বাড়ির ড্রেন পর্যন্ত এইচবিবি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী ছবি।

এসময় তিনি বলেন, বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলতে গিয়ে সীমাহীন কষ্ট পোহাতে হয় পথচারীদের। রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। এ সময় উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আব্বাসী, প্যানেল চেয়ারম্যান দুরুল হোদা ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ন কবিরসহ অন্যরা।