ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীসহ বিভিন্ন জেলা-উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে এবারের প্রতিপাদ্য দেয়া হয়েছে ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’।

মঙ্গলবার সকালে সমাজসেবা অধিদপ্তরের কনফারেন্স রুমে প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ও সমাজসেবা অধিদপ্তর রাজশাহী। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক রিজিয়া খাতুন, বাংলাদেশ প্রবীণ হিতৈযী সংঘের সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি ডা. সের সাহ, সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির, সহ-সাধারণ সম্পাদক শাহরু জামান, আলোচনা সভা সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।

বিভিন্ন জেলা উপজেলাতেও কর্মসূচি পালিত:

পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ সহ অর্ধশতাধিক প্রবীণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। বক্তারা প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্বশীল আচরণ, সম্মান ও সেবার মানসিকতা গড়ে তোলার আহবান জানান।

ভোলাহাট
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বে-সরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার ভার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুনের নেতৃত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, ভার্কের ঋণ কর্মসূচির সহকারী পরিচালক আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব তোফোজ্জল হোসেন।

গোমস্তাপুর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দশটায় উপজেলার রহনপুরে অবস্থিত উৎসব কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে আলোচনা ও সাধারণ সভায় মিলিত হয়। সভাপতিত্ব করেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ব্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুর্শিদা খাতুন। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, প্রবীন ব্যক্তিত্ব ও গণমাধ্যম ব্যক্তিত্ব।