পুঠিয়া ও দুর্গাপুরে ৯ শতাধিক পেয়ারা গাছ কেটেছে দুর্বৃত্তরা

কৃষকদের মাথায় হাত:
পুঠিয়া ও দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় রাতের-আঁধারে শত্রুতা করে কৃষকের পেয়ারা মরিচ ও বেগুনের ৭ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। অন্যদিকে পৃথক আরেক ঘটনায় রাজশাহী দুর্গাপুরেও রাতের আধারে কৃষকের প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় হাত পড়েছে।
পুঠিয়া প্রতিনিধি জানান, গত সোম ও মঙ্গলবার রাতে যশোপাড়া কালীবাড়ির পূর্ব পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, এটা একটা অমানবিক কাজ। এই জমির যে অবস্থা তাতে একজন কৃষকের মেরুদণ্ড ভেঙে দেয়ার মতো ক্ষতি হয়েছে। জমিতে থাকা পেয়ারা মরিচ ও বেগুনের গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছিল। মরিচ গাছে প্রচুর পরিমাণ ছোট মরিচ দেখা দিয়েছিল। বর্তমানে বাজারে চড়া দামে মরিচ কেনাবেচা হচ্ছে। এতে খলিলুরের অনেক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।
দিনমজুররা জানান, আমরা প্রতিদিন এই জমিতে টাকার বিনিময়ে ২৫ জন লোক কাজ করি। এখন আমাদের সংসার চালাতে হিমিশিম খেতে হবে। তারা শুধু কৃষকের ক্ষতি করেনি, আমাদের মতো দিনমজুরদের ব্যাপক ক্ষতি করল। ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান বলেন, আমি দীর্ঘদিন যাবত কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছি। আমি এখানে ৩৫ থেকে ৪০ বিঘার মতো জমিতে পেয়ারা বাগান করেছি। এর পাশাপাশি পেয়ারার ভেতরে মরিচ ও বেগুনের চাষ করেছি।
গত সোমবার সকালে আমি জমিতে এসে দেখি মরিচ পেয়ারা ও বেগুন গাছ কেটে ফেলা হয়েছে। পরে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরের দিন গতকাল মঙ্গলবার সকালে আবার জমিতে এসে দেখি নতুনভাবে রাতে জমিতে আবারও পেঁয়াজ মরিচ ও পেয়ারা গাছ কাটা হয়েছে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, পেয়ারা মরিচ ও বেগুন গাছ কাটার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দুর্গাপুর প্রতিনিধি জানান, রাজশাহী দুর্গাপুরে রাতের আধারে কৃষকের প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম আব্দুল গাফ্ফার। তার বাড়ি উপজেলার গৌইরিহার ডাঙ্গীর পাড়া গ্রামে। গত (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমগাছি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পেয়ারা চাষি আব্দুল গাফ্ফার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল গাফ্ফার প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারার আবাদ করেছিলেন। সবে মাত্র পেয়ারা ধরতে শুরু করেছে। কিছুদিন আগে তার বাগান থেকে কিছু পেয়ারা বিক্রিও করেছেন তিনি। শুক্রবার রাতের আঁধারে প্রায় এক বিঘা জমির উপরে থাকা পেয়ারার গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
পরে শনিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান স্থানীয় কৃষকেরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গাফ্ফার বলেন, গাছগুলোতে সবে মাত্র পেয়ারা ধরতে শুরু করেছে। এর মধ্যে তিনি একদিন পেয়ারা তুলে বাজারে বিক্রি করেন। হঠাৎ পেয়ারা বাগনের একাংশ প্রায় এক বিঘা জমিতে থাকা পেয়ারার গাছগুলো কেবা-কারা গোড়া থেকে কেটে দিয়েছে।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।