যমুনার পানি দ্রুত বাড়ছে: নদী তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক
বগুড়া প্রতিনিধি: উজানের ঢল ও অতিবৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ৩৩ ঘণ্টায় বেড়েছে ১০৯ সেন্টিমিটার। এতে নদী তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের অনেক স্থানে পানি ঢুকে পড়ায় আবাদি জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা কৃষকদের।
এদিকে, আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় উজান থেকে পানির তোড়ে নদী দিয়ে ভেসে আসছে ছোট-বড় অসংখ্য জ্বালানি কাঠ ও খড়ি। সেই সঙ্গে আসছে কাঠের বড় বড় অংশ (ডুম)। নদী তীরবর্তী এলাকার লোকজন সেই জ্বালানি কাঠ ও খড়ি ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা সকাল থেকে সন্ধ্যা নাগাদ সেই কাঠ ও খড়ি সংগ্রহ করছে। কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকার এ দৃশ্য দেখার জন্য শত শত মানুষ ভিড় করছে।
সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ি বিশু মণ্ডল জানান, তিনি সকাল থেকে পরিবার নিয়ে প্রায় এক কাঠ সংগ্রহ করেছেন। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দি পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে গত রবিবার (৫ অক্টোবর) থেকে যমুনার পানি বাড়তে থাকে।
তিনি বলেন, ‘সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত ৩৩ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ১০৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হুমায়ুন কবির আরও বলেন, যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়লেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী দুই-এক দিন পানি বাড়তে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।











