ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় ইউসেপ’র বিশ্ব শোভন কর্ম দিবস পালিত

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 10:59 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় বিশ্ব শোভন কর্ম দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

‘সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ দিবসটি উপলক্ষে ইউসেপ রাজশাহী রিজিওনাল কমপ্লেক্স ভবনে দিনব্যাপী তিনটি পর্বে আয়োজন করা হয়। প্রথম পর্বে সংশ্লিষ্ট ইনস্ট্রাক্টরগণ প্রতিটি ট্রেডে শোভন কাজের গুরুত্ব ও নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন এবং প্রতিবেদন উপস্থাপন করেন।

দ্বিতীয় পর্বে ইউসেপ রাজশাহী রিজিওনাল কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহীর নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন লিপি, ইউসেপ রাজশাহীর কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম এবং ডিসেন্ট এমপ্লয়মেন্টের টিম লিডার খোন্দকার ফরিদ আহম্মেদ। সভায় বক্তারা বলেন, “শোভন কর্মপরিবেশ প্রতিষ্ঠা টেকসই উন্নয়ন ও মানবিক কর্মজীবনের অপরিহার্য অংশ।

কর্মজীবী মানুষদের অধিকার ও মর্যাদা রক্ষায় সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে ইউসেপ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, নিয়োগকর্তা প্রতিনিধি ও রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তৃতীয় পর্বে ইউসেপ কমপ্লেক্সের মাঠে প্রশিক্ষণার্থীদের মাঝে “বিশ্ব শোভন কর্ম দিবস”-এর তাৎপর্য তুলে ধরা হয়। শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহায়তা করে আসছে।