ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম

শহিদ আবরার’র শাহাদাত বার্ষিকীতে শিবিরের দোয়া মাহফিল

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 10:57 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নিপীড়ন বিরোধী দিবস ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক শহিদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ নুরুজ্জামান, সাবেক সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির এবং বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যপক রফিকুল ইসলাম।