ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা ও ‘সততা পাকঘর’ এর সকল পণ্য বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এই নির্দেশনা দেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই জানায়, মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসক্রিম’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে তারা। পণ্যের প্যাকেট/মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুসঙ্গিক তথ্য না থাকায় মোল্লাপাড়া এলাকায় অবস্থিত ডলফিন আইসক্রিম ফ্যাক্টরী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই আরো জানায়, একই এলাকায় অবস্থিত ‘সততা পাকঘর’ কর্তৃক উৎপাদিত ‘আচার’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণের পূর্বে সকল প্রকার বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়। নতুবা বাজারজাতকরণ দৃষ্টিগোচর হলে পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।