ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ৪:০৩ পূর্বাহ্ন

পবা-মোহনপুরে কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ

  • আপডেট: Monday, October 6, 2025 - 9:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় কৃষকের মাঝে মাঠ ও বসতবাড়ি পর্যায়ে চাষের জন্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি অফিসের সামনে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান। তিনি বলেন, পবা উপজেলার ১ হাজার ১৭০জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে।

এরমধ্যে শসা ৪০০ জন, মিষ্টি কুমড়া ২২০ জন, বেগুন ১৭০ জন, লাউ ১৩০ জন, বসতবাড়িতে শাকসবজি ২৫০ জন কৃষককে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণী।

এদিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪৫৫ জন কৃষকের মাঝে মাঠ ও বসতবাড়ি পর্যায়ে চাষের জন্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে শাকসবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে মাঠ ফসল হিসেবে ২৭০ জন কৃষককে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ প্রদান করা হয়। মাঠ ফসলে লাউ ৫০ জন, বেগুন ৮০ জন, মিষ্টি কুমড়া ৮০ জন এবং শসার ৬০ জন কৃষককে বীজ দেওয়া হয়।

এছাড়া প্রত্যেক কৃষককে ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। অন্যদিকে বসতবাড়িতে শাকসবজি চাষে আগ্রহী ১৮৫ জন উপকারভোগীর মাঝে বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মূলা ও বাটিশাক-এই ৭ প্রকার সবজির বীজ ৫০০ গ্রাম করে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন।

মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা আগাম সবজি উৎপাদনে উৎসাহিত হবেন এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে। চলতি অর্থবছরে রাজশাহী জেলায় ৬ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা দেয়া হয়েছে।