ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ২:১৫ পূর্বাহ্ন

দেড় কোটি টাকা নিয়ে নিখোঁজ পাকশি জনতা ব্যাংকের ম্যানেজার

  • আপডেট: Monday, October 6, 2025 - 9:52 pm

পাবনা প্রতিনিধি: এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) খালেদ সাইফুল্লাহ।

রোববার দুপুরে ঈশ্বরদীর জনতা ব্যাংকের দুইটি শাখা থেকে নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাতে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ করা হয়েছে। জনতা ব্যাংক পিএলসি ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহসানাতুল হক অভিযোগটি করেন।

থানায় দায়েরকৃত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ক্যাশ রেমিটেন্সের জন্য ঈশ্বরদী কর্পোরেট শাখায় আসেন। আগের দিন শনিবার তিনি টেলিফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনের কথা জানান। পরদিন ( রোববার) সকালে খালেদ সাইফুল্লাহ জনতা ব্যাংকের দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঈশ্বরদী কর্পোরেট শাখায় এসে আরও ১ কোটি টাকা নগদ অর্থ গ্রহণ করেন।

টাকা হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন। প্রয়োজনীয় ভাউচার ও রেজিস্টারে স্বাক্ষর সম্পন্ন করার পর খালেদ সাইফুল্লাহ এবং আনসার সদস্য মাহবুব ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে পাকশী শাখার উদ্দেশে প্রাইভেট কারযোগে রওনা দেন। পথে একটি বে-সরকারি ব্যাংকের সামনে গিয়ে আনসার সদস্যকে এক লাখ টাকি দিয়ে একটি আকাউন্টে জমা দেবার জন্য পাঠান। আনসার সদস্য ব্যাংকের ভেতর গেলে কৌশলে পাকশী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) খালেদ সাইফুল্লাহ গাড়ি নিয়ে চলে যান।

অনেকক্ষণ অপেক্ষার পরেও ম্যানেজার ফিরে না আসায় আনসার সদস্য বিষটি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। জনতা ব্যাংকের দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, সকাল ১১টা ১৫ মিনিটে পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ আমাদের শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ীই টাকা হস্তান্তর করা হয়।

ঘটনার পর জনতা ব্যাংক প্রধান শাখা থেকে চার সদস্যর একটি প্রতিনিধি দল ঘটনাস্থনে এসেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দুদক তদন্ত করে মামলা দায়ের করবেন।