ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ৩:৫৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Monday, October 6, 2025 - 10:00 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে রোববার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর-লাহাপুর গ্রামের মৃত জামাদার আলীর ছেলে। স্থানীয়রা জানায়, রোববার বিকালে ধোপপুকুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সিরাজুল ইসলাম।

এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৪-৩১৪৮) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান হোছাইন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।