ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ৪:১৫ পূর্বাহ্ন

বাঘায় চুরি করা পেঁয়াজ বিক্রি করতে গিয়ে তিন চোর আটক

  • আপডেট: Monday, October 6, 2025 - 10:10 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গতকাল সোমবার চুরি করা পেঁয়াজ বিষ্ট হাটে বিক্রি করতে গিয়ে ৩ জন চোরকে আটক করেছেন এলাকাবাসী। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিচারে তাদের জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আটককৃতরা হলেন- বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতী পাড়া পেঁয়াজ চাষি বিপ্লবের বাড়ি থেকে রোববার রাতে দুই মণ পেঁয়াজ চুরি করে সোমবার সকাল ১০টার দিকে বিষ্ট হাটে পেঁয়াজ ব্যবসায়ী বাবর আলী বিক্রয় করেন। এ হাটের লোকজন সন্দেহ করেন। তার তাদের চাপ দিলে তারা চুরির কথা স্বীকার করেন।

লোকজনের হাতে আটকৃতরা হলেন- উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতি পাড়া গ্রামের নাজমুলের হোসেনের ছেলে আসলাম হোসেন (১৯), ফয়েজ উদ্দীনের ছেলে মিজান (১৬), বুলবুলের ছেলে জ্যাকি আহম্মেদ (১৮)। এই তিন যুবক চোর মাদক সেবনের জন্য এই চুরির করেন বলে জানা গেছে। এদিকে, ক্ষতিগ্রস্ত বিপ্লব হোসেনকে সালিশের মাধ্যমে পেঁয়াজের মূল্য হিসেবে ৩ হাজার ৮০০ টাকা এবং বাকি ১৪ হাজার ৮০০ টাকা স্থানীয় গোরস্থানের কাজে দেয়ার সিদ্ধান্ত হয়।

গোরস্থান কমিটির ক্যাশিয়ার নবাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী বিপ্লব হোসেন জানান, আমি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করি। পেঁয়াজ চুরির খবর পেয়ে বাজারে গিয়ে বিষয়টি জানতে পারি। পরে স্থানীয়ভাবে বিচার করে আমাকে ৩ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়।

গ্রামের লোকজনের সম্মান রাখতেই বিষয়টি মেনে নিয়েছি। বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় কিছু কিশোর এমন ঘটনায় জড়িয়েছে বলে ধারণা করছি। শুনেছি, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে। বাঘা থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। মৌখিকভাবে জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে স্থানীয়রা আগে থেকেই মীমাংসা করেছে বলে জানান।