ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ৪:১৭ পূর্বাহ্ন

প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে দেশ গড়তে চায় বিএনপি: রায়হান

  • আপডেট: Monday, October 6, 2025 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের জন্য। বিএনপি সব সময়ই গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করে আসছে। বিএনপির ৩১ দফা রূপরেখা সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।

সোমবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলায় আয়োজিত বিএনপির ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার ও গণসংযোগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

তিনি বলেন, আজ দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। বিরোধী মত দমনে ভিন্নমতাবলম্বীদের হয়রানি করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে কারও প্রতি প্রতিশোধ নয়, বরং ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে। মোহনপুর উপজেলা যুবদল ও বিএনপির অংগসহযোগী সংগঠনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।