ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় ভ্যানচালক হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Monday, October 6, 2025 - 9:14 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক সোহেল হোসেন (২৫) শ্বাসরোধ করে হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদ গেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে দুই শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন। মানববন্ধনে পুঠিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বলেন, আমার একাধিকবার প্রশাসনকে উন্নত প্রযুক্তির মাধ্যমে আসামিদের আটক করার কথা বলেছি। কিন্তু তারা এখনো পর্যন্ত একজন আসামিকে আটক করতে পারিনি। আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় নিহতের পিতা নিল্লাতাব আলী বলেন, আমি বারবার থানায় গিয়েছি। পুলিশ বলেছে আসামিদের ৮০ ভাগ শনাক্ত করেছে, কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। মৃত সোহেলের স্ত্রীর নিঝুম বেগম বলেন, আমার স্বামী হত্যার বিচার চাই বলে মানববন্ধনে তার শিশু ছেলেকে বুকে ধরে বাকরুদ্ধ হয়ে পড়েন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, যদি দ্রুত সোহেল হত্যার বিচার না হয়, তবে খুন, গুম আরও বাড়বে। পুলিশ যদি দোষীদের গ্রেপ্তার না করে, আমরা থানার ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর কবির হোসেন বলেন, মামলায় এজাহারভুক্ত কোনো আসামি নেই। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকার একটি কলাবাগান থেকে ভ্যানচালক সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।