ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ২:১৭ পূর্বাহ্ন

বিভিন্ন উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপডেট: Sunday, October 5, 2025 - 9:00 pm

তানোর
তানোর প্রতিনিধি জানান, রাজশাহীর তানোরে গতকাল রোববার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বণ্যাঢ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক চাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান।

ভোলাহাট
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা গতকাল রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হারুনর রশিদের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ মনিরুল ইসলাম, গোহালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী, প্রধান শিক্ষক আকবর আলী, রিজিয়া খাতুন উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, পূর্ণভবা-মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজের প্রভাষক আকতার বানু, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

মান্দা
মান্দা প্রতিনিধি জানান, মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে একটি র‌্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বাশিস মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর, মাদ্রাসা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল লতিফ, বাশিস মান্দা শাখার যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, প্রধান শিক্ষক রেজাউল হক ও প্রধান শিক্ষক আইয়ুব আলী।

নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছ। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ঊপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশীদা খাতুন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক সমিতির সভাপতি ও ভাদরন্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক ফয়সাল আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, রসুলপুর শহিদ তাজহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা খাতুন প্রমুখ।

লালপুর
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। গতকাল রোববার সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনের দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী-এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।