ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১২:৪২ পূর্বাহ্ন

ফের সচল সোনামসজিদ স্থলবন্দর: ভারত থেকে মরিচসহ এলো নানা পণ্য

  • আপডেট: Sunday, October 5, 2025 - 10:10 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: টানা ৮ দিনের দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে পুনরায় কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ।

গত শনিবার সকাল থেকে বন্দরটিতে পুনরায় শুরু হয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। প্রথম দিনেই ভারত থেকে বন্দরটিতে এসে পৌঁছিয়েছে কাঁচামরিচ, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ২১৩টি ট্রাক। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে গত ৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে সোনামসজিদ বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এই সময়ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।

জানা গেছে, গত দুই দিনে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরর দিয়ে এসেছে ৫৬ টন কাঁচা মরিচ। গত শনিবার ও গতকাল রোববার কাঁচামরিচের ট্রাক বন্দরে পৌঁছায়।

সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর বন্দরে ভারতের কাঁচামরিচ আমদানি হচ্ছে। গত শনিবার ৩০ টনের পর গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত আরও ৫টি ট্রাকে ২৬ টন মরিচ আমদানি হয়েছে। খুব শিগগিরই এই মরিচ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। আশা করছি-এতে বাজারে দাম কমে আসবে। এদিকে কাঁচামরিচ আমদানির খবরে স্থানীয় বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সদরঘাট পাইকারি বাজারে ও খুচরা বাজারে দামের বেশ ফারাক দেখা গেছে।

কাঁচা বাজার এবং নিউ মার্কেট কাঁচা বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, গত এক সপ্তাহ ধরে দাম বাড়তি থাকলেও রোববার বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে দামও কিছুটা কমেছে। সদরঘাট কাঁচাবাজারের পাইকারি বিক্রেতা আ. আলিম বলেন, পাইকারি কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি ২২০ টাকায় এবং খুচরা পর্যায়ে ২৪০ থেকে ২৬০ টাকায়। শনিবার পাইকারি দাম ছিল প্রকারভেদে ২৬০ থেকে ২৮০ টাকা এবং খুচরায় ৩০০ থেকে ৩২০ টাকা।

তার আগের দিন পাইকারি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা ও খুচরায় বিক্রি হয়েছে ৩২০ থেকে সর্বোচ্চ ৩৫০ টাকায়। অন্যদিকে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে ক্ষেতে মরিচ নষ্ট হওয়ায় সরবরাহ কমে যায়। এর সঙ্গে পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকায় বাজারে সংকট তৈরি হয়। মাত্র এক সপ্তাহ আগে যে মরিচ পাইকারি বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকায় এবং খুচরায় ১৫০ থেকে ২০০ টাকায়, সেই মরিচই এক সপ্তাহে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

বন্দরের বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, গত শনিবার দিনভর ভারতীয় মহদিপুর স্থলবন্দর থেকে মোট ২১৩টি ট্রাকে পণ্য এসেছে। এর মধ্যে ১০টি ট্রাকে কাঁচামরিচ, ১২টি ট্রাকে চাল এবং বাকি ট্রাকগুলোতে পাথর, ভুট্টার ভুষি, খইল (পশু ও মাছের খাদ্য), সিরামিক পণ্যের কাঁচামাল কোয়ার্টজ পাউডারসহ অন্যান্য পণ্য ছিল।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ছুটি শেষে বন্দর আবারও স্বাভাবিকভাবে চালু হয়েছে। তবে আমদানিকৃত পণ্যের ট্রাকের চাপ এখনও তুলনামূলকভাবে কম। আশা করছি এক-দুই দিনের মধ্যেই আগের মতো ব্যস্ততা ফিরে আসবে।