ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ২:২৮ পূর্বাহ্ন

ধর্মের নামে অপপ্রচারকারীদের এখনই বয়কট করতে হবে: রায়হান

  • আপডেট: Sunday, October 5, 2025 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: বিএনপির ৩১ দফায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। অথচ স্বাধীনতার চেতনার কথা বলে একটি স্বার্থান্বেষী মহল ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা পূজামণ্ডপে গিয়ে ইসলামবিরোধী প্রচারণা ও রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ধর্মের নামে এই অপপ্রচারকারীদের এখনই বয়কট করতে হবে।

রোববার বিকেলে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর জুনিয়র স্কুল প্রাঙ্গণে আয়োজিত ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান। এই কর্মশালার আয়োজন করে কাটাখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. মাজিদুর রহমান।

কর্মশালায় জেলা বিএনপি নেতা রায়হানুল আলম রায়হান ধর্মীয় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। কোনো দুস্কৃতিকারী বা কুচক্রী মহল যাতে মানুষের ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি। ইসলামের নামে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ধর্মের শত্রু তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

বাংলাদেশে ইসলামসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারবে এটাই বিএনপির প্রতিশ্রুতি। আমরা ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এক্ষেত্রে জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র ও অবাধ নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, বরং রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ শাসনব্যবস্থা গড়ে তোলা বিএনপির অঙ্গীকার।

কর্মশালা শেষে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন। স্থানীয় বাজার, দোকানপাট ও রাস্তাঘাটে সাধারণ মানুষকে রূপরেখার উদ্দেশ্য ও গুরুত্ব বোঝানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাটাখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী, বিএনপি নেতা নফেল, আব্দুর রহিম, যুবদল নেতা জিল্লুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। কর্মশালার পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কাটাখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।