দুর্গাপুরে ছয় ইউপিতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সদ্য ঘোষিত বিএনপির ছয় ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটির ঘোষণার অভিযোগ উঠছে।
এনিয়ে রোববার বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কমিটিতে ত্যাগী, কারানির্যাতিত, যোগ্য নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি করার অভিযোগ এনে তা দ্রুত বাতিল করে নতুন করে কমিটি ঘোষণার দাবী জানান উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম। তিনি বলেন, নবগঠিত কমিটিতে বিগত সময় কারানির্যাতনের শিকার হওয়া ত্যাগী, যোগ্য নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে পকেট কমিটি করা হয়েছে। লিখিত বক্তব্যে নজরুল বলেন, অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সুবিধামতো লোক দিয়ে পকেট কমিটি করা হয়েছে।
দলের ত্যাগী নেতা অনেকেই বিভিন্ন ইউনিয়নের দুঃসময়ে ত্যাগ স্বিকার করেছেন অথচ নতুন কমিটিতে তাদেরকে বাদ দেয়া হয়েছে। বিএনপি হচ্ছে ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের দল। অথচ সদ্য ঘোষিত ছয়টি ইউনিয়ন কমিটিতে মাঠে-সংগ্রামে থাকা কর্মীদের উপেক্ষা করে এমন সব ব্যক্তিকে স্থান দেয়া হয়েছে, যারা কখনো দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। এতে প্রকৃত নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, অর্থ গ্রহণ করে ৬টি ইউনিয়নের কমিটি প্রদানে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টুসহ, দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন বিতর্কিত কমিটি প্রদান করেন।
তিনি বলেন, আমরা সবসময় দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু দলের শৃঙ্খলা রক্ষা ও তৃণমূলের ঐক্য বজায় রাখতে হলে এই অবৈধ ও গঠনতন্ত্রবিরোধী কমিটিগুলো অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় বাধ্য হয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর হোসেন বাবলু, সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আ: আজিজ মন্ডল, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, খবির উদ্দিন আহমেদ, গোলাম মোর্সেদ শিবলী প্রমুখ।