ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:৩১ পূর্বাহ্ন

মহাদেবপুরে যুবলীগ নেতা ডেভিল হান্টে আটক

  • আপডেট: Sunday, October 5, 2025 - 10:38 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ডেভিল হান্টে অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩৬) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে।

তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের তফিজ উদ্দিন-এর ছেলে ও এনায়েতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

গত শনিবার দিবাগত রাত ৮টায় মহাদেবপুর বাজারের একটি কীটনাশকের দোকান থেকে তাকে মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান ও এসআই মনোয়ার হোসেন আটক করেন বলে জানা গেছে।