ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৪:৪০ পূর্বাহ্ন

নওহাটার বিশিষ্ট সমাজসেবক ওয়ায়দুল্লাহ খানের ইন্তেকাল

  • আপডেট: Sunday, October 5, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: নওহাটা বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ওয়ায়দুল্লাহ খান (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজেউন)।

রোববার সকাল ৭টার দিকে নওহাটাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি কিছুদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল সকাল ১১ টায় নওহাটাস্থ পবা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেকসহ নওহাটা বাজারের ব্যবসায়ীগণ ও মুসল্লীবৃন্দ। পরে মরহুমের গ্রামের বাড়ি গোদাগাড়ীর পলাশী গ্রামে জহুর নামাজের পরে ২য় জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।