ঢাকা | অক্টোবর ৫, ২০২৫ - ২:০১ পূর্বাহ্ন

পদ্মায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

  • আপডেট: Saturday, October 4, 2025 - 10:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আমিরুল ইসলাম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে পদ্মার নদীর আলাইপুর বাধের নিচে এই ঘটনা ঘটেছে। আমিরুল ইসলাম পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে। জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে পদ্মার নদীর আলাইপুর বাধের নিচে ডুব দিয়ে হাত দিয়ে হাতড়ায়ে মাছ ধরতে যান। এ সময় তিনি ডুবে নিখোঁজ হয়। পরিবারের লোকজন জানতে পেরে নৌকা ও জাল নিয়ে খুঁজে তাকে না পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজের ৫ ঘণ্টার পর পানির নিচে থেকে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন পাকুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমানে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু। তিনি বলেন, আমার এলাকার আমিরুলের মতো অনেকেই পানির মধ্যে ডুব দিয়ে হাত দিয়ে হাতড়ায়ে মাছ ধরতে পদ্মা নদীতে যায়।

তবে সে সাঁতারো জানেন। পানির পাকে পড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। তিনি আরও বলেন, নদীর এই ঘাটে প্রতি বছর দুই একজন পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ আফম আশাদুজ্জামান বলেন, এই মৃত্যুর ঘটনা কেন্দ্র করে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। আমিরুলকে আলাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আসর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।