ঢাকা | অক্টোবর ৫, ২০২৫ - ১২:২৮ পূর্বাহ্ন

মোহনপুরে হেলথ অ্যাসিস্ট্যান্টদের ছয় দফা দাবিতে কর্মবিরতি

  • আপডেট: Saturday, October 4, 2025 - 10:01 pm

মোহনপুর প্রতিনিধি: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করেন সংগঠনের সভাপতি জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে প্রায় ১০-১২ জন হেলথ অ্যাসিস্ট্যান্ট। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।