ঢাকা | অক্টোবর ৫, ২০২৫ - ১২:৩৮ পূর্বাহ্ন

মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চায়

  • আপডেট: Saturday, October 4, 2025 - 10:30 pm

গোদাগাড়ী প্রতিনিধি: বাঁচতে চায় দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র আরিফ উজ জামান বিশ্বাস। পড়ালেখা শেষ করে স্বপ্ন দেখেছিলো উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু এরই মধ্যে ক্যান্সার ঘিরে ধরেছে তাকে।

আরিফ উজ জামান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাহাপাড়ার আবু খালেদ বিশ্বাস পলাশের ছেলে।

এছাড়া সে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ও নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২০ ব্যাচের প্রাক্তন ছাত্র। জানা গেছে, আবু খালেদ বিশ্বাসের সন্তানের মধ্যে বড় সন্তান আরিফ উজ জামান বিশ্বাস এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কৃষি অনষদের ৪র্থ বর্ষে অধ্যয়নরত।

আরিফ গত ২ বছর যাবৎ এমপিএন নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। ইতিমধ্যে তার চিকিৎসা ব্যয় হয় ৩০ লাখ টাকা। প্রতি মাসে ওষুধ লাগে ২ লাখ টাকা করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। এমতবস্থায় বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়।

তাই সরকার, প্রবাসী, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের নিকট সহায়তা চেয়েছে তার পরিবার। সহযোগিতাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে, পারে একটি পরিবারের স্বপ্ন রক্ষা করতে। সাহায্য পাঠানোর অ্যাকাউন্ট হিসাব নং- ৪২০৪৩৪৭৯৪৪৩০৮, এবি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা। মোবাইল ব্যাংকিং-বিকাশ ০১৭২৬৪৩৩১৬৫ ও ০১৮৫৭৬২০৫৫০।