ঢাকা | অক্টোবর ৪, ২০২৫ - ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট: Friday, October 3, 2025 - 10:30 pm

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ রনি চন্দ্র পালের (১৬) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর শীবগঞ্জ এলাকায় নিখোঁজ হয় সে। মৃত রনি জেলার মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, নিহত রনি দুর্গাপূজা দেখতে তার ফুফুর বাড়ি উপজেলার কুঞ্জবন এলাকায় যায়। সেখানে ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমা বিসর্জনের নৌকায় উঠে সে। তাদের নৌকাটি উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে গত বৃহস্পতিবার তার কোনো সন্ধান না পাওয়ায় শুক্রবার সকালে আবার উদ্ধার কাজ শুরু করে ডুবুরিরা।

এক পর্যায়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নদীতে নিখোঁজের একদিন পর ডুবুরি দল রনির মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।