ঢাকা | অক্টোবর ৪, ২০২৫ - ৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Friday, October 3, 2025 - 9:55 pm

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে আব্দুল্লাহ (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

স্থানীয় ও পারিবারিক সূত্র মতে, শিশু আব্দুল্লাহ উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া এলাকার রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। স্বজনরা জানান, গত বুধবার রাতে দাদির সঙ্গে শিশু আব্দুল্লাহ একই বিছানায় ঘুমিয়ে ছিল।

ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। ওই রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর রাতে তার মৃত্যু ঘটে। আব্দুল্লাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।