ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৫ - ১:২৮ অপরাহ্ন

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব শুরু

  • আপডেট: Sunday, September 28, 2025 - 11:00 am

স্টাফ রিপোর্টার: ঢাকে পড়েছে কাঠি। ধূপের ধোঁয়ায় মাতোয়ারা হয়ে উঠেছে সারাদেশের বিভিন্ন শহর ও গ্রামের প্রতিটি পূজামণ্ডপ। আজ রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২ অক্টোবর বিজয়া দশমী। ওইদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ শারদীয় দুর্গোৎসব।

গতকাল শনিবার সন্ধ্যায় বোধনের মাধ্যমে রাজশাহীসহ সারাদেশের বিভিন্ন মণ্ডপে-মণ্ডপে প্রতিমা থানে উঠেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজশাহী মহানগরী। আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে মহানগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হিন্দু শাস্ত্রের বিশুদ্ধ পঞ্জিকা মতে, এ বছর পৃথিবীর মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) এসেছেন। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাশে (স্বর্গে) ফিরে যাবেন পালকিতে চড়ে। আজ রোববার সকালে সায়াংকালে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন মহাষষ্ঠী পূজা সম্পন্ন হয়। এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত রয়েছে রাজশাহী মহানগরীর সব মণ্ডপ।

বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারাদেশে ৩৩,৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সেই সংখ্যা ছিল ৩১,৪৬১। উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে পূজা উদযাপন করতে চায় সনাতন ধর্মাবলম্বীরাদুর্গাপূজাকে কেন্দ্র করে কোনও ধরনের বিশৃঙ্খলা নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে চায় সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে, পূজা উদযাপন পরিষদের রাজশাহী জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহী জেলার মোট মোট ৪৬২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। আর রাজশাহী শহরে ৮০টি এবং এর বাইরে ৩৮২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসব সফল ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও র‌্যাব টহলে থাকবে। স্বেচ্ছাসেবকরাও সহযোগিতা করবেন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হবে।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, রাজশাহী মহানগর পরিচ্ছন্ন ও শান্তির শহর হিসেবে দেশব্যাপী পরিচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করতে আরএমপির পক্ষ থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, প্রতিমা প্রস্তুত থেকে শুরু করে পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে। এ বছর রাজশাহী মেট্রোপলিটন এলাকায় মোট ১০৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে এসব পূজা মণ্ডপকে সাধারণ, গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ এই তিন ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।