ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৫ - ১:৪৫ অপরাহ্ন

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যু

  • আপডেট: Saturday, September 27, 2025 - 10:00 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছ।

গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলাক রসুলপুর ইউনিয়নের টগরাইল ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ ওই গ্রামের দুরুল ইসলামের ছেলে ও পোরশা ছাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। নিহতের মৃত্যু সংবাদটি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মারুফ মাগরিবের নামাজ শেষ করে নিজ বাড়ির তার মায়ের রান্নাঘরের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলো। অসাবধানতা বশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

বিষয়টি বুঝতে পেরে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করেন তার মা। কিন্তু ততক্ষণে তার অবস্থা গুরুতর। সংগে সংগে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মেডিকেলে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।