ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৫ - ৫:১৭ পূর্বাহ্ন

সেই ৬ ভারতীয়কে ৪ সপ্তাহের মধ্যে ফেরত নেয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

  • আপডেট: Saturday, September 27, 2025 - 10:10 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: বাংলাদেশে পুশইন করা ৬ ভারতীয় নাগরিককে ৪ সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার দুই পরিবারের সদস্যদের রিট পিটিশনের ওপর এমন নির্দেশ দেন আদালত। বাংলাদেশে ঠেলে পাঠানো এই ৬ জন ও তাদের পরিবার কয়েকদশক ধরে কলকাতার বীরভূমের বাসিন্দা।

গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদের পুশইন করে ভারতীয় কর্তৃপক্ষ। অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ভুতপুকর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলো- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার বাসিন্দা মন্নু শেখের ছেলে দানেশ (২৮), ভোদু শেখের মেয়ে সোনালী খাতুন (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান সেখ (১৬) ও ইমাম দেওয়ান (৬) এবং দানেশের ছেলে সাব্বির শেখ (৮)। আটককৃতরা বাংলাদেশ পুলিশের কাছে জানিয়েছিল, তারা ভারতীয় নাগরিক। তারা দিল্লিতে ইটভাটায় কাজ করতো।

ভারতীয় পুলিশ তাদের জোর করে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠায়। তারা যে ভারতীয় নাগরিক এবং সপক্ষে তাদের আধার কার্ড, রেশন কার্ডসহ সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও ভারতীয় পুলিশ তাদের জোর করে বাংলাদেশি বানানোর চেষ্টা করে এবং পুশইন করে। এরকম দুর্বিসহ অবস্থায় তারা ভারতে ফেরার দাবি জানিয়েছিলেন।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম জানান, আটককৃত ওই ৬ ভারতীয় নাগরিককে বিজিবি’র মাধ্যমে পতাকা বৈঠকের মধ্যদিয়ে বিএসএফের কাছে হস্তান্তরের অনুরোধ জানালেও বিএসএফ তাতে রাজি না হওয়ায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা পরবর্তী চাঁপাইনবাবগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

এদের মধ্যে সোনালি খাতুন অন্তঃসত্ত্বা। বর্তমানে তারা চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অন্তরীণ রয়েছেন। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ জানান, গত ২৫ সেপ্টেম্বর তাদের ভারতীয় নাগরিক হিসেবেই এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর দাখিলকৃত অভিযোগপত্রের ওপর শুনানি গ্রহণের দিন ধার্য করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। তিনি আরও বলেন, আসামীরা আদালতে দোষ স্বীকার করলেই যে, পরিমান সাজা তা বহাল রেখে পরে পুশব্যাক করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে তারা ফিরে যেতে পারবে।

অপরদিকে, মানবাধিকারকর্মী ও চাঁপাইনবাবগঞ্জ সনাকের সভাপতি আইনজীবী সাইফুল রেজা কলকাতা হাইকোর্টের এই রায়কে ন্যায় সঙ্গত উল্লেখ করে জানান, দ্রুত উভয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলাপচারিতার মাধ্যমে (ভারতীয় হাইকমিশনের মাধ্যমে) তাদের দেশে ফেরত পাঠানো উচিত।

সেক্ষেত্রে অমানবিক এই ঘটনার জন্য ভারতীয় সরকারের দুঃখ প্রকাশ এবং বাংলাদেশ সরকারের প্রতিবাদ করা ও একই সঙ্গে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চার্জশিটকে; চার্জশিট হিসেবে বিবেচনা না করে তাদের দেশে ফেরত পাঠানোর সুযোগ করে দিতে পারে।