ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৫ - ৩:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে আইন ছাত্র ফোরাম’র পরিচিতি ও কর্মিসভা

  • আপডেট: Saturday, September 27, 2025 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আইন শিক্ষার্থীদের কর্মী সংগ্রহ, সাংগঠনিক তৎপরতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী আইন মহাবিদ্যালয়ের আয়োজনে অত্র আইন মহাবিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর আহ্বায়ক অ্যাডভোকেট জমশেদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালত রাজশাহীর পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম।

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী আইন মহাবিদ্যালয়ের আহ্বায়ক এম নাঈম (পিয়ার) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মাহমুদ ইভান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী মহানগরের সাবেক সভাপতি অ্যাডভোকেট সারোয়ার দৌজা ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।