ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৫ - ৯:৩১ পূর্বাহ্ন

পবায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক, আহত ছয়

  • আপডেট: Saturday, September 27, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০জন।

শনিবার বিকেল ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঢাকা মেট্রো-ব (১৪-৭৩৯৫) নম্বর যাত্রীবাহী বাসটি সড়কে উল্টে যায়। অপরদিকে ঢাকা মেট্রো-ট (১২-৪১১৬) নম্বর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেন। এর মধ্যে মো. কাজল (৩৫) নামের এক বাসযাত্রী মারা যান। আহত অন্যরা চিকিৎসাধীন আছেন। তবে নিহত কাজলের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পবা স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল, আর ট্রাক যাচ্ছিল নওগাঁর দিকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে উল্টে যায় এবং ট্রাকের সামনের কাবিন সম্পূর্ণরূপে টুকরো টুকরো হয়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকের হেল্পার ও ড্রাইভারসহ বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালান। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাইছি। তার আগে আরো কিছু আহত যাত্রীদের ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। এই মুহূর্তে আহতের সংখ্যা সুনির্দিষ্ট করে বলা সম্ভব যাচ্ছে না। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে স্বাভাবিক করা হয়েছে।