ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৫ - ১:১০ পূর্বাহ্ন

বড়াল নদে অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা

  • আপডেট: Saturday, September 27, 2025 - 9:32 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বড়াল নদীর বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন এলাকার ৮টি নৌকা। বাংলাদেশ রোয়িং ফেডারেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটির উদ্ধোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।

এ সময় নদীর দুইপাড়ে বিপুলসংখ্যক দর্শকের ভিড় দেখা যায়। মাহবুব উল আলম বলেন, তারুণ্যের উৎসবে সারা দেশব্যাপী নানা ধরনের খেলাধুলার আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যেপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোয়িং ফেডারেশন আয়োজিত এই নৌকা বাইচে দর্শক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে।

আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিন মোল্লা ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাঈদ মোস্তাফিজসহ প্রমুখ।