ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৫ - ১১:২৭ পূর্বাহ্ন

নিখোঁজ মাসুদের সন্ধান দিতে পরিবারের আকুতি

  • আপডেট: Saturday, September 27, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: গত ১৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন নগরীর মিয়াপাড়া এলাকার মাহবুব উল আলম মাসুদ। ওই সকালে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় ওই দিনই নিখোঁজ মাসুদের স্ত্রী আফরোজা খাতুন নগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারন ডায়েরি (১৩৩৩) করেছেন।

আফরোজা খাতুন বলেন, ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইরে যান মাহবুব উল আলম মাসুদ।

তবে বিকেল গড়ালেও মাসুদ বাড়ি না ফিরলে পরিবারের সদস্য খোজাখুজি শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারন ডায়েরি করেন।

তিনি বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় মাসুদের পরনে ছিল কফি রঙয়ের গেঞ্জি ও লুঙ্গি।

পয়ে স্পঞ্জ স্যান্ডেল পরে ছিলেন। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭২১১১৭৭৩৭ ও ০১৮৯৩৯৯৪০৯৮ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।