ঢাকা | অক্টোবর ৩, ২০২৫ - ৫:৩৬ অপরাহ্ন

বানেশ্বর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Friday, September 26, 2025 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের পুঠিয়া উপজেলা ও বানেশ্বর ইউনিয়ন কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিকদলের রাজশাহী জেলা শাখার সভাপতি ও পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুকুনুজ্জামান আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আহসান হাবিব। পরিচালনা করেন পুঠিয়া উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মিঠুন আলী প্রমুখ।