ঢাকা | অক্টোবর ৩, ২০২৫ - ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম

পোরশায় অবৈধ সুতি ও রিং জাল পুড়িয়ে বিনষ্ট

  • আপডেট: Friday, September 26, 2025 - 10:10 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: টাস্কফোর্স অভিযান চালিয়ে নওগাঁর পোরশায় পুনর্ভবা নদি থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ সুতি ও রিং জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে পুনর্ভবা নদীর বিভিন্ন স্থনে অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী রিং জাল গুলি আটক করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, মৎস্য কর্মকর্তা শামীম রেজাসহ বিজিবি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় অপরাধীরা নদীর বিশালতার কারণে বিভিন্নদিকে পালিয়ে যাওয়ার কারণে ধরতে না পারলেও পুনর্ভবা নদী থেকে তারা ১৭টি অবৈধ রিং জাল আটক করেছেন এবং জালে আটকা পড়া শামুক, ঝিনুক, কাঁকড়া, ছোট বড় মাছ, সাপ, ব্যাঙ নদীতে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। অভিযান শেষে নদীর তীরে মোবাইল কোর্ট বসিয়ে সকলের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আর্থিক মূল্য আনুমানিক এক লাখ টাকা।