ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৫ - ৮:৪৩ পূর্বাহ্ন

নগরীতে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিক্রি ও সেবনের স্পট নির্মূলের উদ্যোগ

  • আপডেট: Friday, September 26, 2025 - 11:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে ‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বখতিয়ারাবাদ এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে স্থানীয় এলাকাবাসী মাদক বিক্রি ও সেবনের স্পটগুলো নির্মূল করার উদ্যোগ গ্রহণ করেন।

এছাড়াও মানববন্ধন থেকে মাদকের ভয়াবহ পরিণতি ও সমাজে এর প্রতিক্রিয়ার দিকগুলোও তুলে ধরা হয়। মানববন্ধনে ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ, নজরুল ইসলাম, আজিম শেখ, মাসুদ রানা, নুরুজ্জামান নূর, এহসানুল কবির সাহেব, তমাল হোসেন দুর্জয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যুবসমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে মাদক। মাদক একটি সমাজের তরুণ ও যুবকদেরকে পথভ্রষ্ট করে তোলে। মাদক সেবনের কারণে সমাজে নানা রকম অপরাধ সংঘটিত হচ্ছে। মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে যুবক-তরুণরা ছিনতাই-চুরিসহ নানা অপকর্মে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছে। মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে নিজের বাবা-মা ও স্বজনদের সাথেও মাদকসেবীরা অন্যায় আচরণ করছে। তাই সমাজ ও দেশকে সুরক্ষা দিতে হলে যুবসমাজকে মাদকের পথ থেকে সরিয়ে আনতে হবে। এলাকায় মাদক বিক্রেতা ও মাদক স্পষ্টগুলো চিহিৃত করে সেগুলো নির্মূণ করার ব্যবস্থা করতে হবে। আর এই কাজ করতে হবে সবাইকে একত্রিত হয়েই। মাদক নির্মূল করতে না পারলে সমাজ তথা দেশ একসময় পতীত হবে অন্ধকারের গহ্বরে।

তারা আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণ ও যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে সরিয়ে আনতে হবে। মাদক সেবনের ফলে, যুবসমাজ আজ খেলাধুলা ও জ্ঞান চর্চার বিপরীতে গিয়ে দিনদিন মেধাশূন্য হয়ে পড়ছে। তাই, যুবক ও তরুণদেরকে খেলাধুলাসহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই মাদকমুক্ত একটি শিক্ষিত সমাজ।

সোনালী/জগদীশ রবিদাস