ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৫ - ১২:৩৬ অপরাহ্ন

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Friday, September 26, 2025 - 11:03 pm

স্টাফ রিপোর্টার: শুক্রবার বিকালে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল জেলা শাখা ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়। তারা হচ্ছে মোনাফেক। এই দল আবার জনগণের বেহেস্তে যাওয়ার টিকিট বিক্রি করছে। তারা জনগণকে ধোকা দিচ্ছে। এই ধোকায় না পড়ার জন্য জনগণকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াত কোনদিন ক্ষমতায় যেতে পারেনি। এখন তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা নাকি সরকারি দল গঠন করবে। তাদের যদি জনপ্রিয়তা এতই হয়, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কেন। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তিনটির বেশি আসন পাবে না। এই রাজাকার দল থেকে সবাই সাবধান থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি ঘরে ঘরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রচার করার আহ্বান জানান তিনি। শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত এবং খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দল রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম মুর্তজা মাসুম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় অত্র অনুষ্ঠান উদ্বোধন করেন তরুণ দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহিফুল হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম ও জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মানজির আহসান। এছাড়াও তরুণ দল রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভার আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।