ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

পৃথক সড়ক দুর্ঘটনা: রাজশাহীসহ বিভিন্ন স্থানে ১১ জনের মৃত্যু

  • আপডেট: Friday, September 26, 2025 - 11:20 pm

স্টাফ রিপোর্টার: পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর মোহনপুরে একজন, বগুড়ায় বাবা-ছেলেসহ তিনজন, সুনামগঞ্জে মা-মেয়েসহ তিনজন, যশোরে একজন ও রংপুরে তিনজনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। মোহনপুর প্রতিনিধি জানান, রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল তেতুলতলা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল প্রায় ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ধুরইল ইউপির শিবপুর গ্রামের লিখনের ছেলে রিয়াদ (১৩)।

অপরদিকে আহতরা হলো- মৌগাছি ইউপির বিদিরপুর ফকির পাড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ছেলে স্বাধীন (১৯), জিন্নাতের ছেলে লাবিব (১৫) এবং আরও একজন আহত হয়েছে, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা স¤ব হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে মোহনপুর থানার এসআই মুকুল চন্দ্র জানান, নিহতের পিতার লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বগুড়া:
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের মা ও মেয়ে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮) ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) ও শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের অটোরিকশার চালক শুকুর আলী (৪০)। অপরদিকে আহতরা হলেন- বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।

তারা দুজনেই বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই অটোরিকশা চালক শুকুর আলী মারা যান। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত তিনজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুনামগঞ্জ
এফএনএস জানায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরি। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন। এ ছাড়া নিহত হয়েছেন নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয় ও তার পরিবার মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা উকিলপাড়ায় বসবাস করেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। আমরা ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যশোর:
এফএনএস জানায়, যশোরের বাঘারপাড়ার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহফুজ (২০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বামনহাটিতে এই ঘটনা ঘটে। তিনি মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা বাজারের কাছে বামনহাটিতে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজনকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ঘটনার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রংপুর:
এফএনএস জানায়, রংপুরে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের তাজহাট থানার দমদমা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে মা-ছেলে ও পিকআপ ভ্যানের সহকারী রয়েছেন। তাজহাট থানার পুলিশ জানায়, ভোরে দমদমা সেতুর উত্তরে মালবাহী একটি ট্রাক মাহিগঞ্জমুখী হয়ে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি বালুবাহী ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই মারা যান পীরগাছার সাত দরগার শাহিনা আক্তার (৩০), তাঁর এক বছরের ছেলে ওয়ালিদ ও পিকআপ ভ্যানের সহকারী আরিফ (২০)। আহত হন শাহিনার স্বামী মোতালেব হোসেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির এক স্বজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে সড়ক আইনে মামলা করেছেন। নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ।