ঢাকা | অক্টোবর ৩, ২০২৫ - ১১:৫৫ পূর্বাহ্ন

পুঠিয়ায় ছেলের ঋণের দায়ে পিতার দোকানে তালা

  • আপডেট: Friday, September 26, 2025 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় প্রবাসী ছেলের ঋণের দায়ে বৃদ্ধ বাবার নিজের নামে থাকা মার্কেটের দুইটি দোকানঘর জোরপূর্বক দখল নেয়ার অভিযোগ উঠেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভাড়াটিয়া মুক্তার হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দুটি ঘরে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়। উপজেলার চকপলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে মাহাবুর রহমানসহ ১০/১২ জন মিলিত হয়ে। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে জোরপূর্বক দখল নেয়ার ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উপজেলার জিউপাড়া ইউনিয়ন ধোপাপাড়া বাজারে আলহাজ ইউনুস আলী (৬৭) তার নিজ নামে থাকা মার্কেটের দুইটি দোকান ঘর ভাড়া দিয়ে ছিলেন।

ভুক্তভোগী ইউনুস আলী বলেন, আমি শুনেছি আমার ছেলের সিরাজুল ইসলাম নিকটে ১২ লাখ টাকা মাহাবুর নামের একজন পাবে। ছেলের নিকট টাকা পাওয়ার জন্য তারা ছেলের নামে দুই/তিনটা মামলা কোর্টে করেছেন। মামলাগুলো বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমার ছেলে টাকা পাওয়া ব্যক্তিদের ভয়ে সে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আর সেই টাকার জন্য আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।