ঢাকা | অক্টোবর ২৩, ২০২৫ - ৫:০০ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, September 26, 2025 - 10:59 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা শুক্রবার নগরীর গনকপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সহ-সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া।

সভায় সাংগঠনিক তৎপরতা, বিভিন্ন ইস্যুভিত্তিক ঘটনায় দ্রুত কর্মসূচি গ্রহণ ও আন্দোলনকে বেগবান করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। সভাপতি গনেশ মার্ডি বলেন, আদিবাসীদের সচেতন করতে হবে। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটার প্রবণতা দেখা দিলে সতর্ক থাকতে হবে। কুচক্রী মহল যেন আদিবাসীদের ক্ষতি করতে না পারে। সভায় সর্বসম্মতিতে খুলনা জেলা আদিবাসী পরিষদ ও ছাত্র পরিষদের পূর্বঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভায় পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বুধুরাম মাল পাহাড়ি, চাপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক অনুকুল বর্মন, পুঠিয়া সভাপতি শ্যামল চন্দ্র খালকোসহ আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্যামলাল তেলি উপস্থিত ছিলেন।