একযোগে সমাবেশ: নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প দেখছে না জামায়াত

স্টাফ রিপোর্টার: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি বিভিন্ন উপজেলায় মিছিল ও সমাবেশ করেছে।
গোদাগাড়ী প্রতিনিধি জানান, স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধের লক্ষ্যে এবং জাতীয় সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সিনিয়র কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার বিকেলে মহিশালবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে গোদাগাড়ী উপজেলা গেটে সমাবেশে যোগদেন। সমাবেশটি জামায়াতে ইসলামি গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। জুলাই জাতীয় সনদে উল্লিখিত রূপরেখার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির নোমায়ন আলি মাস্টার, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আমির প্রফেসর আব্দুল খালেক, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ডা. ওবায়দুল্লহ, ছাত্র শিবিরের রাজশাহী জেলা সভাপতি রিদয়ান প্রমুখ।
শিবগঞ্জ:
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ফ্যাসিস্ট ও গণহত্যার দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে ব্যান্ড করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মওলানা কেরামত আলী। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার বিকালে জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামি এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মওলানা কেরামত আলী বলেন, জাতীয় পার্টিসহ ১৪ দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আসতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আল্লাহ’র আইন কায়েম করতে হবে। আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে যেন আল্লাহ’র আইনকে মানুষ বিশ্বাস করে। এদেশের মানুষ ন্যায় প্রতিষ্ঠা করবে এবং দাঁড়িপাল্লায় ভোট দেবে। একই সঙ্গে দেশের মানুষের ভ্যাগের পরিবর্তন করতে চাই। উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল মান্নান, সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের আমির আবু বাক্কার ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক প্রমুখ। পরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পবা:
পবা প্রতিনিধি জানান, আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নওহাটা কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে দুপুর থেকেই কলেজ মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো নেতাকর্মীর ভিড়ে কলেজ মোড় জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনের প্রস্তুতি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া স্বৈরাচারী জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পবা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর মেনে নেবে না।
নওহাটা পৌরসভার আমির মওলানা সুজা উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সমাবেশে বক্তব্য রাখেন- পবা থানার আমিন মো. আজম আলী, মহানগরের নায়েবে আমির আবু মো. সেলিম, কাটাখালী থানার ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন, কর্ণহার থানার আমির অধ্যাপক আবুল হোসেন, মহানগরের যুব বিভাগের সভাপতি মো. সালাউদ্দিন, নওহাটা পৌরসভার সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান, হুজুরিপাড়া ইউনিয়নের আমির মো. রাশেল রহমান লিটন, দর্শনপাড়া ইউনিয়ন জামায়াতের নেতা হাফেজ মামুন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম, পবা থানার শিবির সভাপতি সাদিকুল ইসলাম।
চারঘাট:
চারঘাট প্রতিনিধি জানান, ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজশাহীর চারঘাট উপজেলার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় চারঘাট মডেল মসজিদ হতে সরদহ বাজার হয়ে একাডেমি মসজিদ পর্যন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণি পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলভাবে শেষ হয়। চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মো শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাও. শফিকুল, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি রুবেল আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ।
পোরশা:
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি নওগাঁর পোরশা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নিতপুর কপালীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও: সাগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও: নাসির উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়। শেষে সমাবেশ স্থল থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।
রাণীনগর:
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশ পৃথক-পৃথক আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াতে ইসলাম বাংলাদেশ স্থানীয় বিএনপির মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম, জামায়াতের আমির ডা. আনজির হোসেন, সেক্রেটারি শামীম হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাছ। অপর দিকে বিক্ষোভ মিছিল শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাণীনগর রেলওয়ে স্টেশন রোডে সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের এমপি প্রার্থী মওলানা রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলন রাণীনগর উপজেলা শাখার সভাপতি মওলানা আব্দুল আজিজ, আত্রাই উপজেলা শাখার সভাপতি মওলানা আব্দুর রহমান, রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা হাসিবুল হাসান হাবিব, আত্রাই শাখার সাধারণ সম্পাদক মওলানা আব্দুল মুমিন প্রমুখ।