ঢাকা | অক্টোবর ৩, ২০২৫ - ৩:৩৪ অপরাহ্ন

শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Friday, September 26, 2025 - 10:52 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবার পানিতে ডুবে সাফিয়া জান্নাত নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর তহখানা এলাকায় এ ঘটনা ঘটে। সাফিয়া জান্নাত উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর তহখানা গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। নিহত সাফিয়া জান্নাতের পিতা সাদিকুল ইসলাম জানান, সকালে বাড়ির পেছনে টিউবওয়েলের পাশে একটি গর্তে পড়ে নিখোঁজ হয় সাফিয়া।

বেলা সাড়ে ১১টার দিকে মোত্তালেবের মেয়ে নাইমা খাতুন দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দিয়ে ওই গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে। শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।