ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৫ - ৪:৫১ অপরাহ্ন

সংবাদ সম্মেলনে এমডি’র ওপর হামলা করলেন শেয়ারহোল্ডাররা

  • আপডেট: Thursday, September 25, 2025 - 12:58 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে সংবাদ সম্মেলন করার সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ন খালেদ শিহাবের ওপর হামলা চালিয়েছেন শেয়ারহোল্ডাররা।

অবস্থা বেগতিক দেখে হাসপাতাল দ্রুত ত্যাগ করেন প্রতিষ্ঠানের এমডি। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমডি হুমায়ন খালেদ শিহাব দাবি করেন, ২০১৮ সাল থেকে রাজশাহী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত করে প্রোপাইটরশীপ প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা হয়ে আসছে। বাড়ি ভাড়া চুক্তিসহ প্রতিষ্ঠানের সকল মূল কাগজপত্র তার নামে আছে।

পরবর্তীতে ২০২১ সালের ২৫ মার্চ ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য তার তত্বাবধানে মালিকানা থেকে কিছু সাব শেয়ার দেয়া হয়। শেয়ার দেয়ার পর হতে সাব শেয়ার হোল্ডার মেরিনা খাতুনের স্বামী আবু সাদাত মো: সায়েম রাজু রাজশাহী মেডিকেল কলেজে চাকুরীরত অবস্থায় আওয়ামীলীগের ক্ষমতার জোর করে চেয়ারম্যান পদ হাতিয়ে নেন।

যা সরকারি চাকুরিরত অবস্থায় কোন প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে বহাল থাকতে পারে না। পরবর্তীতে ০৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতন হলে চেয়ারম্যানের কাছে প্রতিষ্ঠানের হিসাব নিকাশ চাইলে তিনি ২০২৪ সালের নভেম্বরে বিগত বছরের সকল হিসাব নিকাশের পরিমাণ করে প্রতিষ্ঠানের মূল্য ৯ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করেন।

এরপর লভ্যাংশ ব্যতিত বিভিন্নখাতে হিসাব নিকাশ ছাড়াই অর্থ আত্মসাত করতে থাকেন। এরপর এখনও কোন মিটিং এর কল করেননি। চেয়ারম্যান তার শেয়ার থেকে আরো বেশকজনকে সাব শেয়ার দেন। এখন সেসব শেয়ারহোল্ডারাই হাসপাতালে বিশৃংখলা সৃষ্টি করার পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে, সংবাদ সম্মেলনের শুরু থেকেই হাসপাতালে অবস্থান নেন বেশকিছু শেয়ারহোল্ডার ও তাদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তারা এমডি হুমায়ন খালেদ শিহাবের ওপর হামলা করেন। শিহাবের সহযোগিদের সহায়তায় সে হাসপাতাল ত্যাগ করে।

তবে শেয়ারহোল্ডারদের দাবি করেন, শিহাব কোনো হিসেব ছাড়াই হাসপাতালের প্রচুর টাকা আত্মসাত করেছেন।

শেয়ারহোল্ডারে লভ্যাংশও বুঝিয়ে দিচ্ছেন না। তাদের অনেকেই সাংবাদিকদের সামনে কেদে ফেলেন। বলেন, জীবনের শেষ পুজি দিয়ে হাসপাতালের শেয়ার কিনে তারা এখন নি:স্ব। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান।