বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্তে সেচের পানি অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে ও অডউ পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোদাগাড়ী জোন-১ এর আয়োজনে সরমংলা ইকো পার্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। এসময় প্রধান অতিথি বলেন, বরেন্দ্র অঞ্চল এক সময় মরুভূমি ছিলো।
কিন্তু এখন এক ফসল এর জায়গায় তিন ফসল হচ্ছে এমন কি কোথাও কোথাও চার ফসল ও হচ্ছে। এটা সম্ভব হয়েছে বিএমডিএ‘র সেচের কারনে। মাঠ পর্যায়ে কর্মকর্তারা সবসময় কৃষকের পাশে থেকে কাজ করে চলেছে। যার ফলে আজ বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। তাই আগামী দিনে এই কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই তারুণ্যের বিকল্প আর কিছু নাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ শাখা জিন্নুরাইন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম, সহকারী প্রকৌশলী গবেষণা ইউনিট কার্ব মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী গোদাগাড়ী অঞ্চলের ৫০জন তরুণ অংশ গ্রহণ করেন।