ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৫ - ৪:৪৭ অপরাহ্ন

বায়া বালিকা বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, September 25, 2025 - 12:19 am

স্টাফ রিপোর্টার: পবার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত শ্রেণি ফুটবল টুর্নামেন্ট এর খেলা অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ওয়াদুদ হাসান পিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিুপ সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, অভিভাবক প্রতিনিধি জুয়েল রানা, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান ও শিক্ষক প্রতিনিধি ইসমত আরা খাতুন।

উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক নাসরিন আক্তার, চারুকারু শিক্ষক তানজিম ইমতিয়াজসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।