কালেক্টরেট ক্লাব নির্বাচনে সভাপতি মিজানুর সম্পাদক আলমাস

স্টাফ রিপোর্টার: রাজশাহী কালেক্টরেট ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আলমাস হোসেন জয়ী হয়েছেন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরির মিনি সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৯৯.৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন হওয়ায় সদস্যদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন ক্লাবের সদস্যরা। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় আনন্দ প্রকাশ করেন অনেকে।
সভাপতি পদে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মিজানুর রহমান ১০৬ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি পদে ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম জাকারিয়া। সাধারণ সম্পাদক পদে আলমাস হোসেন ৭৭ ভোটে জয়ী হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ৬৯ ভোট পাওয়া প্রার্থী। কোষাধ্যক্ষ পদে সাকিবুল ইসলাম বিপুল ভোটে (১৪৬ ভোট) জয়লাভ করেন। নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কিরণ চন্দ্র ফরাস ৭৮ ভোটে বিজয়ী হন। ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন সুরুজ জামান (৫৯ ভোট)।
সাংগঠনিক সম্পাদক পদে মুসাব্বির হোসেন ১১০ ভোট পেয়ে বিজয়ী হন। মহিলা বিষয়ক সম্পাদক পদে শহিদা আক্তার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া সদস্য পদে জয়লাভ করেছেন রিপন হোসেন, রাজু সরকার, সাইফুল ইসলাম সনেট, জাকির হোসেন শাকিল, মতিউর রহমান, সুমন কুমার ও আতাউর রহমান। ফলাফল ঘোষণার পর ক্লাব চত্বরে নির্বাচিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান সদস্যরা।