ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৫ - ৪:৫১ অপরাহ্ন

ইউসেপ ইনক্লুসিভ কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, September 25, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির ৪র্থ সভা বুধবার সন্ধ্যায় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর সাবেক ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী সারওয়ার জাহান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য ও রাজশাহী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক প্রদীপ চাঁদ মন্ডল। অত্র কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম এজেন্ডা অনুসারে আলোচনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের অর্জনগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক ডা. মোহাম্মদ নূর-উল আলম, মহানগর ইমাম সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রফেসর ড. মুহাম্মদ কাওসার হুসাইন, সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার-এর কাউন্সিলর ইনজামুল হক, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খালেদা বানু, টিকাপাড়া স্পোর্টিং ক্লাব-এর সভাপতি শামীম হোসেন চৌধুরী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, ব্লাষ্ট-রাজশাহীর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, লফস-রাজশাহীর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন।

শেষে কমিটির চেয়ারপার্সন ইউসেপ বাংলাদেশের কার্যক্রমে, প্রতিবন্ধী, আদিবাসী, ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত কিভাবে বাড়ানো যায় এবং আগামী ১৪ মাসের পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।